চাঁদপুরের মতলব উত্তরে খাল খননের সময় একটি নড়বড়ে কালভার্ট ভেঙে ফেলার পর ঠিকাদার উধাও হয়ে যায়, ফলে দেড় বছর ধরে ১৯টি ভূমিহীন পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। গজরা ইউনিয়নের ডুবগি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের খালের ওপরের এই কালভার্টটি ছিল সরকারি অর্থায়নে ২০১৯ সালে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একমাত্র যাতায়াত পথ। কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে পরিবারগুলো ঝুঁকিপূর্ণভাবে একটি তালগাছের ওপর দিয়ে খাল পারাপার করছে।
বাসিন্দারা জানান, খাল পার হতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে, এক নারী পা ভেঙে আহত হয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা কালভার্ট নির্মাণের দায়িত্বে ছিলেন না। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি জানান, তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নতুন কালভার্ট নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, শিগগিরই নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যাতে পরিবারগুলো নিরাপদে চলাচল করতে পারে।
চাঁদপুরে কালভার্ট ভেঙে দেড় বছর ধরে অবরুদ্ধ ১৯ ভূমিহীন পরিবার