ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। বার্তা সংস্থা এপি ‘বাংলাদেশের রাজধানীতে ইসরাইলবিরোধী বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ’ শীর্ষক প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের নরেন্দ্র মোদির ছবিতে আঘাত করেছে। আরব নিউজ লিখেছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপিসহ ইসলামপন্থি দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ, বার্তা সংস্থা এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন