Web Analytics

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বাড়িয়েছে। এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জন্য এটি দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি।

এর আগে এনবিআর ৩০ নভেম্বরের আইনগত সময়সীমা একমাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল। গত আগস্টে এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে। ইতিমধ্যে ২৬ লাখের বেশি করদাতা তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন।

নতুন সিদ্ধান্তের ফলে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় পাবেন এবং বাধ্যতামূলক ই-ফাইলিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা পাবেন।

28 Dec 25 1NOJOR.COM

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করল এনবিআর

Person of Interest

logo
No data found yet!