রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে খোলা চিঠিতে রাবি শিক্ষক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ লিখেছেন, বাংলাদেশের বয়স ৫৪ পেরোলেও দেশের প্রতিটি বিভাগের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। যখন দেশে মেট্রোরেল, হাই-স্পিড ট্রেন, উন্নত স্টেশনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, তখনও রাজশাহীর মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত। রাজশাহী হতে চট্টগ্রাম রেল যোগাযোগে কিছু সামান্য স্থানে ডাবল ডুয়েল গেজ লাইন স্থাপনই কেবল যথেষ্ট! এই রেলপথ চালু হলে রাজশাহী অঞ্চল তথা উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি উৎপাদন, পর্যটন, শিক্ষা ও চিকিৎসা খাতে অভাবনীয় উন্নয়ন ঘটবে। এই সময় তিনি অপার সম্ভাবনা বর্ণনা করে উপদেষ্টার সদয় উদ্যোগ দৃষ্টি কামনা করেন।