Web Analytics

শুক্রবার দিবাগত রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলিতে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। কান্দাহারের স্পিন বোলদাক সীমান্ত এলাকায় চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে স্থানীয় বাসিন্দারা রাতভর পালিয়ে যান। এটি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই মাসেরও কম সময় আগে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির বড় লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পর উভয় দেশই একে অপরকে দোষারোপ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে ‘বিনা উসকানিতে গুলিবর্ষণ’-এর অভিযোগ করেন এবং বলেন, পাকিস্তান তার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে, তালেবান মুখপাত্র দাবি করেন, পাকিস্তানই প্রথম হামলা চালিয়েছে এবং তারা আত্মরক্ষায় জবাব দিয়েছে।

গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হলেও এই নতুন সংঘর্ষ সীমান্ত উত্তেজনা ও আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে।

06 Dec 25 1NOJOR.COM

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪, কাতার-তুরস্কের যুদ্ধবিরতি ভঙ্গ

Person of Interest

logo
No data found yet!