আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে দেশে আবারও ফ্যাসিবাদ-স্বৈরাচার জন্ম নিতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জামায়াতে ইসলামীর সমাবেশে আখতার হোসেন বলেন, নির্বাচনে উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে। ইসলাম পালনের ন্যূনতম অধিকার তারা (আওয়ামী লীগ) বাংলার মানুষকে দিতে চায়নি। ২৪-এর শহীদদের প্রতি সম্মান জানাতে হলে আওয়ামী লীগ ও তার দোসরদের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।
আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম দিতে না পারে এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: আখতার হোসেন