বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে কক্সবাজারের টেকনাফে হালকা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, কম্পন এতটাই হালকা ছিল যে অধিকাংশ মানুষ তা টের পাননি। আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, কম্পনটি ছিল অত্যন্ত অল্প ও স্বল্পস্থায়ী, ফলে ঘুমন্ত অবস্থায় অধিকাংশ মানুষের অজান্তেই এটি কেটে যায়। স্থানীয়দের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টেকনাফে গভীর রাতে ৪ মাত্রার হালকা ভূমিকম্পে কোনো আতঙ্ক বা ক্ষয়ক্ষতি হয়নি