দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান রোববার ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। মামলায় অভিযুক্ত দুইজন হলেন প্রথম আলোর কলাম লেখক এ এফ এম রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো। মামলাটি দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ ধারায় দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর দুই অভিযুক্ত তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে বানোয়াট ও বিদ্বেষমূলক মন্তব্য করেন। মাহমুদুর রহমান নিজে আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা জবানবন্দি রেকর্ড করে জানান, ৫০৫ ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে। সম্পাদক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেন।
এর আগে ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তেজিত জনতা প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। পুলিশ ওই ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
আমার দেশ সম্পাদক মিথ্যা প্রচারণার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন