ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস সতর্ক করেছেন যে, আগামী তিন থেকে চার বছরের মধ্যেই রাশিয়া ইউরোপে একটি বাস্তব সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, এটি ইউরোপের জন্য একটি ‘সংঘাতের পরীক্ষা’ হতে পারে এবং ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত জোরদার করা জরুরি।
কুবিলিয়াস বলেন, রাশিয়ার অর্থনীতি এখন কার্যত যুদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে, যা ইউরোপের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য হুমকি। তিনি দুটি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন—রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের আহ্বান যে ইউরোপকে নিজস্ব নিরাপত্তায় আরও দায়িত্ব নিতে হবে, কারণ যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেশি মনোযোগ দিতে চায়। তিনি আরও জানান, ইউরোপ এখনো গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট যোগাযোগে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।
তিনি প্রস্তাব দেন, যুক্তরাজ্য, নরওয়ে ও ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে একটি সম্ভাব্য ইউরোপীয় প্রতিরক্ষা ইউনিয়ন নিয়ে আলোচনা শুরু করা উচিত এবং ন্যাটোর ভেতরে ইউরোপকে বৃহত্তর দায়িত্ব নিতে প্রস্তুত থাকতে হবে।