আজ ১০ ডিসেম্বর, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের ৫৪তম শাহাদতবার্ষিকী। মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের একজন এই নৌবাহিনীর বীর সেনানি ১৯৭১ সালের এই দিনে খুলনার রূপসা নদীর তীরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। ১৯৩৪ সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাঁচরা গ্রামে জন্ম নেওয়া রুহুল আমিন কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে, পরে যোগ দেন নৌবাহিনীতে এবং মেধার গুণে জুনিয়র কমিশন্ড অফিসার পদে উন্নীত হন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারত সরকারের সহায়তায় উপহার পাওয়া টাগবোটকে গানবোটে রূপান্তর করে ‘পদ্মা’ ও ‘পলাশ’ নামে দুটি যুদ্ধজাহাজ প্রস্তুত করেন। ‘পলাশ’-এর প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে হিরণ পয়েন্টে শত্রু বিমানের হামলায় তিনি গুরুতর আহত হন। নদীতে ঝাঁপ দেওয়ার পর রাজাকারদের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হন।
তার দেহাবশেষ উদ্ধার না হলেও, রুহুল আমিনের আত্মত্যাগ আজও জাতির অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে। প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় তার শাহাদতবার্ষিকী পালন করা হয়।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫৪তম শাহাদতবার্ষিকীতে জাতির শ্রদ্ধা নিবেদন