ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা ও ২ দালালকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক রোহিঙ্গারা কক্সবাজার থেকে এসে স্থানীয় দালালের মাধ্যমে ৩০ হাজার টাকার চুক্তিতে পাসপোর্ট করতে আসেন। টাকার অঙ্ক নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের চিহ্নিত করে আনসারের হাতে তুলে দেওয়া হয়। যাচাই করে দেখা যায়, তাদের এনআইডি ভুয়া। পাসপোর্ট অফিস জানায়, আটককৃতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা ও ২ দালালকে আটক করেছে কর্তৃপক্ষ।