Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি বলেন, পেপ্যাল চালু হলে দেশের ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে লেনদেন করতে পারবেন এবং দ্রুত অর্থ দেশে আনতে পারবেন। বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে অনেক ফ্রিল্যান্সার পারিশ্রমিক পেতে সমস্যায় পড়েন। পেপ্যাল চালু হলে এই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নগদ লেনদেন কমিয়ে দুর্নীতি রোধের ওপর গুরুত্ব দিয়ে গভর্নর জানান, নগদ টাকার ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। তিনি কৃষি খাতে ঋণ প্রবাহ ২ শতাংশ থেকে ১০ শতাংশে বাড়ানোর আহ্বান জানান এবং খাদ্যশস্য উৎপাদনে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন।

03 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশে পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ হবে

Person of Interest

logo
No data found yet!