Web Analytics

রাজধানীর বাড্ডা এলাকায় নাজমুল হক নিয়াজ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। নিহত নাজমুলকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে তার বাসায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিফাত হোসেন (২১), সাকিব আল হাসান (১৯), রাইয়ান (২০) ও নয়ন প্রমানিক (২১)। ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাতে গাজীপুর বোর্ড বাজার ও রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি টেলিভিশন, একটি মোবাইল ফোন ও আসামিদের ব্যবহৃত পোশাক উদ্ধার করে।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, নাজমুলের সঙ্গে প্রথমে ‘আলিফ’ নামের এক ব্যক্তির পরিচয় হয় একটি নিষিদ্ধ গে অ্যাপের মাধ্যমে। পরে আলিফই সিফাত ও সাকিবকে নাজমুলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারা একাধিকবার নাজমুলের বাসায় গিয়ে গাঁজা সেবন ও শারীরিক সম্পর্কে জড়াতো। পরে টাকার প্রয়োজনে তারা নাজমুলের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করে। ২৯ ডিসেম্বর তারা একটি ছুরি কিনে নাজমুলের বাসায় যায় এবং সিফাত পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে। হত্যার পর তারা দুটি স্যামসাং মোবাইল, একটি টেলিভিশন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

15 Jan 26 1NOJOR.COM

নিষিদ্ধ অ্যাপে পরিচয়ের পর টাকার লোভে বাড্ডায় হত্যাকাণ্ডে চারজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!