Web Analytics

জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। হেইডেনহেইমের বিপক্ষে ৪–০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করে তিনি বুন্দেসলিগায় নিজের শততম গোল অবদান পূর্ণ করেন। এই জয়ে বায়ার্ন শীর্ষস্থান আরও মজবুত করে নতুন বছর শুরু করবে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে।

কেইন এই কীর্তি গড়েছেন মাত্র ৭৮ ম্যাচে, যা বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম। এর আগে নেদারল্যান্ডসের কিংবদন্তি আরিয়েন রোবেন ১১৯ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন। চলতি মৌসুমে কেইন সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন, যার মধ্যে লিগে ১৯টি। বায়ার্নের হয়ে তার লিগ গোল এখন ৮১ এবং অ্যাসিস্ট ১৯টি।

এই রেকর্ড বায়ার্নের আক্রমণভাগে কেইনের প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে। দলের ধারাবাহিক সাফল্যে তার ভূমিকা গুরুত্বপূর্ণ, যা তাদের ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!