প্রবন্ধে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের ঐতিহাসিক ও দার্শনিক বিকাশ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর পুনরুত্থান বিশ্লেষণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় তরুণদের মুখে এই স্লোগানটি ছড়িয়ে পড়ে এবং পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বক্তব্য শেষ করেন এই স্লোগান দিয়ে। ‘ইনকিলাব জিন্দাবাদ’ অর্থাৎ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’—এটি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় ও স্বাধীনতার আহ্বান হিসেবে উপস্থাপিত হয়েছে।
ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের উদ্ধৃতি অনুযায়ী, ১৯২১ সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম এই স্লোগান ব্যবহার করেন, পরে ভগৎ সিং এটি জনপ্রিয় করে তোলেন। প্রবন্ধে স্লোগানটির বামপন্থী আদর্শের সঙ্গে সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন মুক্তি আন্দোলনে এর ব্যবহার তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন কর্মী পিনাকী ভট্টাচার্য ও শহীদ ওসমান হাদির ভূমিকা উল্লেখযোগ্য।
গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, এনসিপির ব্যবহৃত এই স্লোগানটি কমিউনিস্ট ভাবধারার নয়, বরং বিপ্লবের চেতনার ধারাবাহিকতা রক্ষার প্রতীক।
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান