চট্টগ্রাম শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সোমবার বিকেলে র্যাব–৭–এর সদস্য ও বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেবকে পিটিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে থাকা র্যাবের আরও দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে ১৬ সদস্যের র্যাব দল অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।
র্যাব কর্মকর্তাদের বরাতে জানা যায়, চার সদস্যের একটি দল প্রায় ১৫০ জন উপস্থিত থাকা একটি রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে দুইজনকে গ্রেপ্তার করার পর প্রায় ৩০০ জন হামলাকারী তাদের ওপর লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আহত সদস্যদের তিন কিলোমিটার দূরের নিজামপুর এলাকায় নিয়ে গিয়ে আবারও হামলা চালানো হয়, যেখানে আব্দুল মোতালেব মারা যান। পুলিশ পরে আহতদের উদ্ধার করে। নিহতদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি।
র্যাব–৭ জানিয়েছে, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে র্যাব সদস্য নিহত, তিনজন আহত