এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না— সেই সিদ্ধান্ত ১৪শ শহিদ পরিবার নেবে। কোনো সুশীল উপদেষ্টা, কোনো শাশুড়ি কিংবা দিল্লীর কথায় সেই সিদ্ধান্ত হবে না। ফুয়াদ আরও বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে মতামত দেবে, সেই মতামতের ওপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং ১৪ দলের ভারতীয় গোলামদের ভবিষ্যৎ কি হবে সেটার সিদ্ধান্ত হবে। তিনি বিচারের অগ্রগতি না দেখতে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আরো বলেন, এমন অনেক উপদেষ্টা দেখেছি, ৭১-এর চেতনা বিক্রি আর ১৪ ডিসেম্বরের শহিদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। কিন্তু রায়ের বাজারের জুলাইয়ের ১১৪ জন শহিদের করব জিয়ারত করার তাদের সময় নেই।
‘আ. লীগের ব্যাপারে সিদ্ধান্ত: সুশীল উপদেষ্টা, শাশুড়ি, দিল্লীর কথায় হবে না’: ফুয়াদ