Web Analytics

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট সফল হয়। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জয়-পরাজয় যাই হোক না কেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে হটলাইন চালু, অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ বা জরুরি তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনা হবে। জামায়াত নেতারা জানান, তারা ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন এবং গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

ইউনূস বলেন, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সংস্কারের পক্ষে থাকা। তিনি জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

19 Jan 26 1NOJOR.COM

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সফল করতে ঐক্যের আহ্বান ইউনূসের

Person of Interest

logo
No data found yet!