খাগড়াছড়ি থেকে অপহৃত ৫ চবি শিক্ষার্থীর খোঁজ ৫ দিনেও মেলেনি। এতে উৎকণ্ঠায় তাদের অভিভাবকরা। দ্রুত অপহৃতদের উদ্ধারের দাবি জানিয়েছেন পার্বত্য শিক্ষার্থীরা। অবিলম্বে তাদের সম্পূর্ণ সুস্থ শরীরে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। চাঁদাবাজি বন্ধ করার দিকেও জোর দেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। ১৬ এপ্রিল অটোরিকশাযোগে কুকিছড়া থেকে জেলা সদরে যাওয়ার পথে গিরিফুল এলাকায় তাদের গাড়ি আটকে চালকসহ পাঁচ শিক্ষার্থীকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে চালককে ছেড়ে দিলেও পাঁচ শিক্ষার্থীর খোঁজ এখনো মেলেনি। ঘটনার সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছেন সংগঠনটি।
পাঁচ দিনেও খোঁজ মেলেনি ৫ চবি শিক্ষার্থীর, পাহাড়ে অপহরণ নিয়ে উদ্বেগ