আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোরেলের স্থায়ী কার্ড অনলাইনে রিচার্জ করা যাবে। এতে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যৌথভাবে এই সেবা চালু করছে। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে, পরে একটি মোবাইল অ্যাপ চালু হবে। বিকাশ, নগদ, রকেট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে। ডিএমটিসিএলের এমআরটি পাস ও ডিটিসিএর র্যাপিড পাস উভয় কার্ডেই এই সুবিধা পাওয়া যাবে। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না। অনলাইনে রিচার্জের পর যাত্রীদের স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড স্পর্শ করিয়ে হালনাগাদ করতে হবে। এই সেবা চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, ভোগান্তি কমবে এবং মেট্রোরেল ব্যবহারে সুবিধা বাড়বে।
২৫ নভেম্বর থেকে অনলাইনে মেট্রোরেল কার্ড রিচার্জের সুযোগ পাবে ঢাকার যাত্রীরা