বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ রেওয়াজ হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এর কিছুই হচ্ছে না। যে কারণে দলগুলো দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে। তবে চলতি বছরে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। সে ঘাটতি পোষাতে একটা প্রস্তুতি ম্যাচ খেলা হবে পাকিস্তানের সাথে। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ১৪-১৭ ফেব্রুয়ারির মধ্যে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যদিও পাকিস্তান আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।