আগামী ১ জুন থেকে ঢাকা জুড়ে খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে উন্নয়ন ও বৃক্ষরোপণ কাজ শুরু হচ্ছে। ল্যান্ডস্ক্যাপ আর্কিটেক সম্পন্ন হয়েছে। উদ্যোগগুলোকে সফল করতে আমরা সকল অংশীদারদের পাশে থাকতে চাই বলে জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক বলেন, আগে খাল খনন করতে ১০০ কোটি টাকার বেশি খরচ করা হতো কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পেতাম না। আমরা ১০০ কিলোমিটার খাল পরিষ্কার করতে খরচ হচ্ছে ১০ কোটি টাকারও কম। আরো বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা শহরের ৩৩টি খালাকে রক্ষণাবেক্ষণ ও দুইপাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছি। প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। PLEASE প্রজেক্ট থেকে প্রাপ্ত ভাসমান বর্জ্যের শ্রেণীবিন্যাস করতে পারলে বর্জ্য উৎপাদনকারীদের কাছে উপস্থাপন করা যেতো।
১০ কোটি টাকারও কমে পরিষ্কার ১০০ কিমি খাল, ১ জুন থেকে ঢাকায় গাছ লাগানো শুরু: ডিএনসিসি