বিএনপির জোটসঙ্গী ও এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীর বিক্রম জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটদলীয় জোটে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। রোববার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এলডিপিসহ কয়েকটি দল জোটে যোগ দেয়। জামায়াতের নেতৃত্বে থাকা এই জোট অক্ষুণ্ন থাকছে এবং নতুন দলগুলো এতে যুক্ত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এনসিপি অন্তত ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রায় একই সংখ্যক আসন পাচ্ছে, যদিও তারা আগে ১২০ আসন না পেলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল। এলডিপির অলি আহমদকে ছয়টি আসন দেওয়া হতে পারে এবং এবি পার্টি তিন থেকে চারটি আসন পেতে পারে। নতুন দল ও বিশিষ্ট ব্যক্তিদের জায়গা দিতে জামায়াত তাদের প্রার্থী তালিকায় পরিবর্তন আনছে।
জামায়াত ঢাকা-২ আসনে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে এবং হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরকে মনোনয়ন দিতে যাচ্ছে। বিকেলের সংবাদ সম্মেলনে আরও কিছু চমক থাকতে পারে বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছে।
অলি আহমদ জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন