জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না—এ প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ১৭তম দিনে এ কথা জানান তিনি। তবে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম ও আরও কয়েকটি দল এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছে এবং জাতীয় সনদে "নোট অব ডিসেন্ট" দেওয়ার সুযোগ পাবে। আজকের আলোচনায় নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক নিয়োগ নিয়েও সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না—এ প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ