Web Analytics

চীন ও রাশিয়ার যৌথভাবে পরিচালিত কৌশলগত বোমারু টহলের জবাবে জাপান যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার দুটি টিইউ–৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গিয়ে চীনের দুটি এইচ–৬ বোমারু বিমানের সঙ্গে প্রশান্ত মহাসাগরে দীর্ঘপাল্লার টহল সম্পন্ন করে। পরে চারটি চীনা জে–১৬ যুদ্ধবিমান ওই টহলে যোগ দেয়, যা ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী এলাকায় উড়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক বিবৃতিতে বলেন, এই অভিযান স্পষ্টভাবে জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টহলটি আট ঘণ্টা স্থায়ী হয়। দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ ও চীনা বিমান প্রবেশ করেছে।

বিশ্লেষকদের মতে, চীন–রাশিয়ার সামরিক সহযোগিতা ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে, যা তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

10 Dec 25 1NOJOR.COM

চীন–রাশিয়ার যৌথ বোমারু টহলে জাপানের যুদ্ধবিমান উড্ডয়ন

Person of Interest

logo
No data found yet!