Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নারীরা এখন সাইবার স্পেসেও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনলাইনে নারীদের হয়রানি বন্ধে জাতীয় সংলাপে তিনি বলেন, প্রযুক্তি নিজ গতিতে এগোলেও মনোভাবের পরিবর্তনই এর দিক নির্ধারণ করবে। তিনি জানান, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৫৯ শতাংশ নারী অনলাইনে হয়রানির শিকার এবং ৯০ শতাংশ অভিযোগ করলেও আইনের দুর্বল প্রয়োগে অপরাধীরা দৌরাত্ম্য দেখাচ্ছে। মন্ত্রণালয়ের কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছাবে বলেও তিনি জানান। সংলাপে অস্ট্রেলিয়া, সুইডেন ও জাতিসংঘের প্রতিনিধিরা শক্তিশালী আইন, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও জনসচেতনতার ওপর জোর দেন। বিশ্বব্যাংকের তথ্যমতে, বিশ্বের ৪০ শতাংশেরও কম দেশে সাইবার হয়রানির বিরুদ্ধে নারীর আইনি সুরক্ষা রয়েছে। এই সংলাপ ‘১৬ ডেজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।