অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম উপদেষ্টা আ ফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধন ও অনুদান অবমুক্তির শর্ত সহজ হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমোদন লাগবে না। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া উপস্থাপন করা হয়, যা পরবর্তী সভায় সংশোধিত আকারে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে বন্দি থাকা ২৪ জন বাংলাদেশি অচিরেই মুক্তি পেয়ে দেশে ফিরবেন।
খালেদা জিয়ার আরোগ্য কামনা ও বৈদেশিক অনুদান আইন সংশোধন অনুমোদন উপদেষ্টা পরিষদের