দুবাই পুলিশ মাত্র আট ঘণ্টার মধ্যে ২১.২৫ ক্যারেটের বিরল গোলাপি হীরা উদ্ধার করেছে, যার মূল্য ২৫ মিলিয়ন ডলার। ‘অপারেশন পিংক ডায়মন্ড’ অভিযানে তিনজন এশীয়কে গ্রেফতার করা হয়। তারা এক ইউরোপীয় ব্যবসায়ীকে ধনী ক্রেতার ছদ্মবেশে ফাঁদে ফেলে হীরা ছিনিয়ে নেয়। হীরাটি ফ্রিজে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। মালিক পুলিশের দ্রুত পদক্ষেপকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।