শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধা দাবি করা কিছু মানুষ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল তরুণ ওই অবরোধকারীদের ওপর হামলা করেন এবং ব্যারিকেড সরিয়ে দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে। ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের সংগঠনটির আহ্বায়ক আরমান শাফিন দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করেছে। পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ৮ জন আহত হয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিল তারা।
শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধা দাবি করা কিছু মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল তরুণ অবরোধকারীদের ওপর হামলা করে ব্যারিকেড সরিয়ে দেন।