বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতাদের গালিগালাজের অভিযোগে গত ২৯ জুন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক। অন্যদিকে, শনিবার ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, দলীয় মতাদর্শে বিরোধের কারণে বিএনপি ছাড়ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। তিনি বলেন, বিএনপির কিছু বক্তব্য আওয়ামী লীগের সুরে মিলে যাচ্ছে, যা একজন ডানপন্থি হিসেবে তাকে হতাশ করেছে। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে রাজনীতির কথা জানিয়ে ড. ফয়জুল দলের শীর্ষ নেতাদের প্রতি সম্মান প্রকাশ করেন।
ফয়জুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতাদের গালিগালাজের অভিযোগে গত ২৯ জুন বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শনিবার ফেসবুকে পদত্যাগ করেন ফয়জুল!