গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারের খোঁজখবর নিতে ঈদের দিন তার বাড়িতে গিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শহীদ রাসেল ওই গ্রামের মৃত শাহ আলম সরকারের একমাত্র ছেলে। রাসেলের সাড়ে তিন বছরের কন্যাশিশু ঝুমাকে কোলে নিয়ে বেশ কিছু সময় তাদের বাড়িতে বসে থাকেন হাসনাত। রাসেলের মা মোর্শেদা বেগম ও স্ত্রী জান্নাত ফেরদৌসকে সমবেদনা জানান। পরে পরিবারের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন। রাসেলের মা বলেন, ঝুমা এখনও অপেক্ষায় আছে তার বাবা ফিরে আসবে, তার জন্য ঈদের নতুন জামা নিয়ে আসবে, সেই জামা পরে সে বাবার সঙ্গে ঈদগাহে যাবে। অথচ অবুঝ ঝুমা জানে না যে, তার এই অপেক্ষার প্রহর ফুরাবার নয়। হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারেও অসংখ্য মানুষ ফ্যাসিস্টদের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। অনেকে আহত হয়েছেন। সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে কাজ করছে। শহীদ রাসেলের পরিবারের সঙ্গে দেখা করেছি, খোঁজখবর নিয়েছি। পর্যায়ক্রমে সকল শহীদের বাড়িতে যাব।