Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের সব মসজিদে জুমার খুতবা ও নামাজের সময় একীভূত করা হয়েছে। আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ থেকে সারাদেশে একযোগে দুপুর ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ আদায় করা হবে। ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও যাকাত বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, নতুন বছরের প্রথম শুক্রবার থেকেই এই সময়সূচি কার্যকর হবে এবং মুসল্লিদের খুতবা মিস না করতে আগেভাগে মসজিদে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সারাদেশে জুমার নামাজ ও ইবাদতকে মানসম্মত করা এবং মুসল্লিরা যেন পুরো খুতবা শুনতে পারেন তা নিশ্চিত করা। একক সময়সূচি চালু হওয়ায় পরিবার, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য শুক্রবারের দিনটি পরিকল্পনা করা সহজ হবে। এটি সরকারের সামাজিক সমন্বয়মূলক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০২৬ সালকে ‘ইয়ার অব দ্য ফ্যামিলি’ ঘোষণা করেছে আমিরাত সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সময়সূচি পারিবারিক সময়, ভারসাম্যপূর্ণ জীবনযাপন ও শুক্রবারে স্বাচ্ছন্দ্য বাড়াতে সহায়ক হবে। আলেমদের মতে, দুপুর ১২টা ৪৫ মিনিটে নামাজ আদায় শরিয়তের নির্ধারিত সময়ের মধ্যেই পড়ে।

01 Jan 26 1NOJOR.COM

আমিরাতে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে একযোগে দুপুর ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ

Person of Interest

logo
No data found yet!