জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে, এই কথার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এগুলো বিষয়ে আমার কোনো ধারণা নাই। আলোচনা থাকতে পারে। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার জানা নাই। রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই। চরমবিরোধী দল তার সঙ্গেও এলায়েন্স হয়ে যায়। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে-এমন প্রশ্নের জবাবেতিনি বলেন, ‘এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল এটা হওয়া উচিত। আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।’ তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিপীড়ক হিসেবে সব সম্ভাবনাই নাখচ করেছেন মহাসচিব।
শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে-এমন প্রশ্নে ফখরুল বলেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল হওয়া উচিত। আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব।