সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ও আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলা হয়। জানা যায়, মোটরসাইকেলযোগে একদল যুবক প্রচার গাড়িটিতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে গাড়িতে থাকা দুইজন আহত হন, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, হামলার ঘটনার বিষয়ে তদন্ত চলছে। হামলাটি জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচার ক্যারাভ্যানকে লক্ষ্য করে চালানো হয়।
পুলিশ এখনো হামলাকারীদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি, তদন্ত অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলায় আহত দুইজন