Web Analytics

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে ৩৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে গাজীপুর-১ আসনে ২ জন, গাজীপুর-২ আসনে ৮ জন, গাজীপুর-৩ আসনে ৩ জন, গাজীপুর-৪ আসনে ৪ জন এবং গাজীপুর-৫ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, গণফ্রন্টসহ বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। গাজীপুর-৪ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এই যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে গাজীপুরে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হলো।

04 Jan 26 1NOJOR.COM

গাজীপুরে পাঁচ আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

Person of Interest

logo
No data found yet!