Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন জানায়, এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে। কিয়েভ থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, তীব্র শৈত্যপ্রবাহের কারণে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অনুরোধ জানান। ক্রেমলিনের মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে, সেটি এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভের বহু এলাকায় হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্প শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হামলা না চালানোর অনুরোধ করেছিলেন, তবে অনুরোধের সঠিক সময় জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, রাশিয়া যদি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখে, ইউক্রেনও পাল্টা হামলা চালাবে না। তিনি আরও জানান, এক সপ্তাহের এই বিরতির সময় ইতোমধ্যেই শুরু হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ এখন যুক্তরাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর ওপর নির্ভর করছে।

31 Jan 26 1NOJOR.COM

তীব্র শীতে ট্রাম্পের অনুরোধে কিয়েভে হামলা স্থগিত করলেন পুতিন

Person of Interest

logo
No data found yet!