Web Analytics

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রটি একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুরে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এর আগে ‘জুলাই ঐক্য’ নামের একটি জোট ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করায় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

কেন্দ্রের পুনরায় চালু হওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও নিরাপত্তা ইস্যুতে সতর্কতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে উভয় দেশ নিরাপত্তা সমন্বয় জোরদার করতে পারে।

Card image

Person of Interest

logo
No data found yet!