দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে যান। বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে সড়কপথে সেখানে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের বিড়াল আদর করার একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে ‘প্রাণিপ্রেমী’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
নির্বাসন শেষে দেশে ফিরে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি গেলেন তারেক রহমান