Web Analytics

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাটোর, কুড়িগ্রাম, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দা এই ছয় শান্তিরক্ষী ১৩ ডিসেম্বর সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হামলায় শহীদ হন। শনিবার তাদের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের বিমানে দেশে পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক মর্যাদায় গ্রহণ করা হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন ও সালাম জানানো হয়।

জানাজা শেষে মরদেহগুলো হেলিকপ্টারে নিজ নিজ এলাকায় পাঠানো হয় এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় জাতিসংঘ ও বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।

21 Dec 25 1NOJOR.COM

সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শুরু

Person of Interest

logo
No data found yet!