ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও হেলপার মুবারক হোসেন (২০)।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যশোর থেকে ডালবোঝাই ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। ভোরে মুবারকের এবং সকাল ৮টার দিকে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুমার নদে, নিহত দুইজন