Web Analytics

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগে দ্রুত উদ্ধার সহায়তায় ৬০ সদস্যের বিশেষ ফোর্স ও বিভাগীয় শহরে ২০ জনের বিশেষ টিম গঠন করা হচ্ছে। ডিজি বলেন, ভূমিকম্প হলে আমাদের অধিদপ্তরও আক্রান্ত হতে পারে। তাই বলে উদ্ধার অভিযান দলকে আক্রান্ত হতে দেওয়া যাবে না। তাই আমাদের কমান্ডিং ফোর্সকে আলাদা করা হচ্ছে। আরও বলেন, প্রতি বিভাগীয় শহরে ২০ জনের একটা করে বিশেষ টিম গঠন করা হচ্ছে। যদি চট্টগ্রামে ভূমিকম্প হয়, ওই টিম যেন দ্রুত মুভ ও রেসপন্স করতে পারে। পাশাপাশি ঢাকার ৬০ জনের বিশেষ টিমকেও সেখানে পাঠানো যাবে। ডিজি বলেন, বর্তমানে ঢাকায় ১৮/২০টা স্টেশন আছে। বড় ভূমিকম্প হলে ৮/১০টা স্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকি স্টেশনগুলো তখন বিশেষ ফোর্সের সঙ্গে সহায়তা করবে।

15 May 25 1NOJOR.COM

ভূমিকম্পে দ্রুত উদ্ধারে বিশেষ ফোর্স গঠন: কর্মশালায় দমকল ডিজি

Person of Interest

logo
No data found yet!