রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিইকের এক বিবৃতিতে জানানো হয়, ২৭ ডিসেম্বরের হামলার পর ১০ লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। শনিবার কিয়েভ থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
ডিটিইকের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। বিমান হামলার সতর্ক সংকেত জারি থাকা সত্ত্বেও বিদ্যুৎকর্মীরা ঝুঁকি নিয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎকর্মীরা হামলার ঝুঁকি থাকা অবস্থায় কাজ করছেন, যা কিয়েভের জ্বালানি অবকাঠামোর ক্ষতির মাত্রা স্পষ্ট করে।
রুশ হামলায় কিয়েভে ১০ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন