বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় শনিবার ‘ট্যুর এক্সপার্ট’ নামক গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় দায়িত্ব অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, বর্ষা প্রশাসনের অনুমতি ছাড়াই দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্যুর পরিচালনা করেছেন। এতে পাহাড়ি ঢলের শিকার হয়ে দুইজন নিহত হয়েছেন এবং এখনো একজন নিখোঁজ রয়েছেন।
বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ নামক একটি গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ।