সমাবেশে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রোববার তার বাসায় যান একাধিক ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এদের মধ্যে ছিলেন ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও নিজামে ইসলাম পার্টির নেতারা। পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী ওলামা নেতারাও উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। উল্লেখ্য, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের একক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুই দফা অসুস্থ হয়ে পড়েন তিনি।
সমাবেশে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রোববার তার বাসায় যান একাধিক ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।