শুক্রবার কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী নামে এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেয়। ভুক্তভোগী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় হয়। সেই সূত্রেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে। ওসি জানান, আসামি পলাতক, ভিডিও করে যারা ছেড়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় লোকজন ধর্ষককে বিএনপি কর্মী দাবি করলেও বিএনপি নেতারা অস্বীকার করেছেন। এরই মাঝে ধর্ষকের আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। এছাড়া ভুক্তভোগীর আপত্তিকর অবস্থায় তোলা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে!