ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আলজুবাইদি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোট জানায়, ইয়েমেনের বিভিন্ন এলাকা দখল ও স্বাধীনতার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করার পর আলজুবাইদি দেশ ত্যাগ করেন। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোট জানায়, আলজুবাইদি ও তার সহযোগীরা গভীর রাতে পালিয়ে যান।
জোটের বিবৃতিতে আরও বলা হয়, তারা এডেন থেকে নৌকা ও বিমানের মাধ্যমে আবুধাবিতে পৌঁছান। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের চলমান অভ্যন্তরীণ বিভাজনের প্রেক্ষাপটে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ আলজুবাইদি দেশটির বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান নেতা।
বিবৃতিতে আলজুবাইদির বর্তমান অবস্থান বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনি নেতা আলজুবাইদি আমিরাতে পালিয়েছেন