দেশের উন্নয়ন কার্যক্রম চলছে ধীরগতিতে। এতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন এখনো নিম্নমুখী। ৯ মাসে বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪২ দশমিক ৩০ শতাংশ। এক টাকাও খরচ করতে পারেনি দুদক। ১৫ শতাংশের নিচে বাস্তবায়ন হার রয়েছে ছয় মন্ত্রণালয় ও বিভাগে। ৫০ শতাংশের উপরে আরএডিপি বাস্তবায়ন করেছে আট মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছর মূল এডিপি থেকে বরাদ্দ কাটছাঁট করে আরএডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। গত ৯ মাসে (জুলাই-মার্চ) মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৮২ হাজার ৮১৪ কোটি টাকা।
আরএডিপি বাস্তবায়ন ৩৬.৬৫ শতাংশ, উন্নয়ন কার্যক্রমে ধীরগতি