সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোলাপ মিয়া ও আকবর মিয়ার দুই পক্ষের আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষ দেশীয় নানা অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। গুরুতর আহত ২৪ জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জনকে ভর্তি করা হয় দিরাই মেডিকেল কলেজে। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক। অভিযান চলিয়ে বিপুল পরিমাণ টেটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।