বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে পদ দেওয়া হয়েছে। এমনকি সদস্য সচিব নবগঠিত কমিটি নিয়ে আনন্দমিছিলেও আমরা ছাত্রলীগ কর্মী বলে বক্তৃতা দেন। পরে এসব বিষয় নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে তাদের পদ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রদল নেতা তুষার হাসান বলেন, ২১ সদস্যের কমিটিতে কমপক্ষে ১২ জনই ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের এভাবে ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য দিতে গিয়েও সদস্য সচিব ছাত্রলীগের নামই উচ্চারণ করেছেন।