মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর স্মৃতিসৌধ সাধারণের জন্য উন্মুক্ত করা হলে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ফুল ও ব্যানার হাতে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই দিনটি জাতির স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর সন্তানদের স্মরণ ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হয়।
বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন